স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভিন্ন একটা অস্ট্রেলিয়া খেলছে। নিয়মিত একাদশের পাঁচ জন তারকা ক্রিকেটার নেই দলটি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড-মিচেল মার্শদের মতো তারকাদের ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আবারো ধাক্কা খেলো অজিরা। নিয়মিত ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়া এই ওপেনারকে সেমিফাইনাল ম্যাচে পাবে না অস্ট্রেলিয়া। শর্টের পায়ের পেশিতে টান লেগেছে। টিকমতো দৌড়াতে পারছেন না তিনি। আফগানিস্তানের সাথে পরিত্যক্ত হওয়া ম্যাচে ম্যাথু শর্ট চোটে পড়েন, মাঠেই তার দৌড়াতে সমস্যা হচ্ছিলো। ১৫ বলে ২০ রান করে আউট হন তিনি।
অস্ট্রেলিয়াকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শর্টকে ছাড়াই খেলতে হবে। তার জায়গায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বা অ্যারোন হার্ডিকের কাউকে খেলাতে হবে। চোটে পড়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন শর্ট। ব্যাট হাতে করে ছিলেন ৬৩ রান। ইংল্যান্ডের করা ৩৫২ রান টপকে ম্যাচটি জিতেছিলো অজিরা।
তবে ম্যাথু শর্টের চোট পাওয়া ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২৭৩ রান তুলেছিলো। জহবাবে খেলতে নামা অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে এক ১০৯ রান তুলার পর বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হয়ে যায়। ফলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। তাতে অজিদের সেমিফাইনাল নিশ্চিত হলেও আফগানিস্তানকে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ম্যাথু শর্টের চোটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শর্টের সমস্যা হচ্ছে। খুব ভালভাবে খেলতে পারছে না। পরের ম্যাচের আগে সুস্থ হওয়া কঠিন হবে বলেই মনে হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০