স্পোর্টস ডেস্ক:: জাতীয় দল ছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন মাশরাফী। গত এপ্রিলেও খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। বিপিএলেও ছিলেন নিয়মিত। তবে জাতীয় সংসদ সদস্য হওয়ার পর কিছুটা ভাটা পড়ে মাঠে। সংসদে হুইপের দায়িত্ব পাওয়ার পর আরো ব্যস্ত হয়ে পড়েন মাশরাফী। ক্রিকেট থেকে অনেকটা দূরে ছিলেন।
আওয়ামীলীগ সরকারের বিদায়ের পর মাশরাফীও হারিয়েছে সংসদ সদস্য পদ। এবার তিনি ক্রিকেটে ফিরছেন। দুইবারের এই সাংসদ খেলবেন একটি ফ্র্যাঞ্চাইজি লিগে। যুক্তরাষ্ট্রে টি-১০ লিগে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-১০ মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস।
মাশরাফীর দলে আছেন আরেক বাংলাদেশী মাশরাফির মতো আব্দুর রাজ্জাকও একই দলের হয়ে খেলবেন। ডেট্রয়েট ফ্যালকনস মাশরাফিকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে।
এই দলটিতে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
মাশরাফী আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন। আনুষ্ঠানিক ভাবে অবসর না নিলেও তিনি এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। ডিপিএল ও বিপিএল খেলতেন। এবার যাচ্ছেন বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০