স্পোর্টস ডেস্ক:: প্রবাসী ফুটবলার ফাহামিদুল। বাংলাদেশের ফুটবলে এক আলোচিত নাম। ভারতের বিপক্ষে ক্যাম্পে ছিলেন, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে সৌদী আরব থেকেই পাঠিয়ে দেন, আনেনি দেশে। রাখেননি দলে। এনিয়ে উত্তাল হয়ে উঠে ফুটবলাঙ্গন। সমর্থকেরা বাফুফে ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবারো ক্যাম্পে ডেকেছে ইতালিতে বেড়ে উঠা এই ফুটবলারকে। ভুটানের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে হোম অব ফুটবলে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ডাকা হয়েছে ফাহামিদুলকে। তাই প্রশ্ন উঠছে, এবার কি দলে জায়গা হবে এই ফুটবলারের?
ইতালিতে ফাহামিদুলের কাচ ওলবিয়া এক ফেসবুক পোস্টে বাফুফে ডেকে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে। ফাহামিদুলের ক্লাব ওলবিয়া কালসিও ইতালির ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘ওলবিয়া আনন্দের সাথে জানাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাহমিদুল ইসলামকে আবার ডেকেছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে তাঁর ডাক পাওয়ার আনুষ্ঠানিক চিঠি ক্লাবের প্রধান কার্যালয়ে এসে পৌঁছায়। ৪ জুন প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য তাঁকে চেয়েছে বাংলাদেশে।’
বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। ক্যাম্পে অংশ গ্রহণের জন্য ফাহামিদুলকে চেয়ে তার ক্লাবে চিঠি পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাবটি ঘণ্টাখানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দেয়। তারা বাংলাদেশের জার্সিতে ফাহামিদুলকে খেলার অনাপত্তিপত্র দেয়। এর আগে গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল।
এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দল ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০