আবারো বিশ্ব সেরা হতে পারবে মেসি- পিএসজি কোচ

0
62

স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানের ম্যাচে শনিবার নিসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। প্যারিসের দলটির হয়ে গোল দুইটি করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। নিসের হয়ে একমাত্র গোলটি করেন লাবোর্দে। পার্ক দি প্রিন্সেসে ম্যাচের ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি।

ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে মেসির বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক কাসপের স্মাইকেলের। বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক চুকিয়ে গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ানে ২৬ ম্যাচে কেবল ৬ গোল করতে পেরেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এই মৌসুমে লিগে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ৫ গোল হয়ে গেল ৯ ম্যাচেই। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭টি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির ফের ফুটবল দুনিয়ার চূড়ায় ওঠার আশাবাদ জানান পিএসজি কোচ ক্রিস্তোফার গালতিয়ে। এই মৌসুমে মেসিদের দায়িত্ব নেওয়া গালতিয়ের বলেন, ‘সে ফের বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে কিনা? আমি হ্যাঁ বলব। কারণ, সে অবিশ্বাস্য শারীরিক গড়নে রয়েছে এবং সে ভালোভাবে তৈরি। সে এমন একজন খেলোয়াড় যার সব সময় একটা মৌসুমে প্রচুর গোল করার অভ্যাস ছিল। এই মৌসুমে সে গোল করার রুচি ফিরে পাচ্ছে এবং আমাদের জন্য পার্থক্য গড়ে দিচ্ছে।’

এই জয়ে পিএসজি লিগ ওয়ানের শীর্ষি ফিরে গেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে নিস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here