স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের পরবর্তী লড়াই কোপা দেল রেতে। প্রতিযোগিতার দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল স্পেনের সফলতম ক্লাবটি। কোপা দেল রের প্রথম লেগের পর লা লিগায়ও তারা হেরে বার্সার বিপক্ষে। আগামীকাল বুধবার আবার দু’দল মুখোমুখি হবে কোপার ফাইনালে যাওয়ার লড়াইয়ে।
রিয়াল মাদ্রিদকে ফের হারিয়ে কোপা দেল রের ফাইনালে যাওয়ার প্রত্যয় বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সাবেক এই মিডফিল্ডার। জাভি জানান আপাতত তাদের সব মনোযোগ কেবল আসছে ক্লাসিকোর দিকে। তিনি বলেন, ‘আমরা কাপ ম্যাচে মনোযোগ দিচ্ছি, ম্যাচটা ক্লাসিকো, তারা (রিয়াল) প্রতিশোধ নিতে আসবে এবং আমরা দেখাতে চাই যে, আবার জিততে পারি।’
জাভি আরো বলেন, ‘যখন দুই লেগের খেলা হয়, তখন আমার মনে হয় এটি খুব কঠিন। তারা সবশেষ দুই লেগের লড়াই হেরেছে, কতদিন পার হয়েছে? এ কারণে আমার কাছে ১-০ গোলে পিছিয়ে থাকা স্বত্ত্বেও তারা এখনও ফেভারিট। তাদের চাপ আমাদের চেয়ে বেশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০