স্পোর্টস ডেস্ক:: ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদে ফ্লোরেন্তিনো পেরেজ অধ্যায় শেষ হচ্ছে না। ২০০৯ সাল থেকে ইউরোর ক্লাবটিতে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা পেরেজ আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আরো চার বছরের জন্য মাদ্রিদ পরিচালনার দায়িত্ব থাকলো পেরেজের হাতে। এ নিয়ে পঞ্চমবার ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির প্রধান নির্বাচিত হলেন তিনি।
বরাবরের মতো এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেরেজ। আগের চার বারের একটি বারও তাকে প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়নি। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক ভাবে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে।’
পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হলেন এবারসহ ষষ্ঠবার। প্রথমবার ২০০০ সালে দায়িত্ব নিয়ে ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন। এরপর পুনরায় ২০০৯ সাল রিয়ালের সর্বোচ্চ কর্তার দায়িত্বে আসেন তিনি। এরপর আর পেছনে ফিরে থাকাতে হয়নি। প্রতি বারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান। নির্বাচনে একজন প্রার্থী থাকায় ১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থিতা অনুমোদন করা হয়। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
পেরেজের দুই দফার পাঁচ মেয়াদে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ইউরো লিগ চ্যাম্পিয়নশিপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০