নিজস্ব প্রতিবেদক:: প্রথম ওয়ানডেতে শুন্য রানে আউট হয়ছিলেন লিটন দাস। এবার দ্বিতীয় ওয়ানডেতেও শুন্য রানে ফিরলেন তিনি। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খুলার আগের এই ওপেনার ফিরেছেন সাজঘরে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় বলে হারায় প্রথম উইকেট। ৩ বল খেলেও রানের দেখা পাননি লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ১১ রান। শান্ত ১০ রানে ও সোম্য ১ রানে অপরাজিত আছেন।
সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে এবার আগে ব্যাট করছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে আগে ফিল্ডিং করেছিলো বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে টাইগাররা ৬ উইকেটে জিতেছিলো। নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। মহেশ থিকসানা পরিবর্তে একাদশে নিয়েছে দিমুথ ভেল্লালাগেকে। বাংলাদেশ অবশ্য একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post