স্পোর্টস ডেস্ক:: ভারতের বিপক্ষে হারের পর আবারো সাকিবের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরন্দ্র শেবাগ। ৭ বলে ১১ রান করায় বাংলাদেশের অলরাউন্ডারকে খুঁচা দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
এই বিশ্বকাপে সাকিবকে নিয়ে বেশ সরব শেবাগ। এর আগেও একবার বাংলাদেশের তারকার সমালোচনা করেছেন। তাকে অবসরের পরামর্শ দিয়ে ছিলেন। এবার ভারতের বিপক্ষে হারের পরও একই পরামর্শ দিলেন তিনি।
বিশ্বকাপে সুপার এইটে ভারতের কাছে ৫০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট-বল হাতে কোনো ভাবেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার। এরপরই তার পারফরম্যান্স নিয়ে আবারো সমালোচনা শুরু হয়।
সাকিবের সমালোচনা করে বীরেন্দ্র শেবাগ বলেন, ‘আপনি ৭ বলে ১১ রান করেছেন। এটা বুঝতে পারছি না এত অভিজ্ঞতা থাকা স্বত্বেও কেন ব্যবহার করছেন না? নাকি পাত্তা দিচ্ছেন না? এই জন্যই আমি আগেও বলে তার উচিত তরুণ খেলোয়াড়দের জায়গা করে দেওয়া।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post