স্পোর্টস ডেস্ক:: টেবিল তলানির দলের কাছেই হেরে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দল ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হার দেখলো। এবার ওয়েস্ট হ্যামের মাঠে হারতে হলো তাদেরকে।
প্রিমিয়ার লিগে রাতের ম্যাচে ভালো খেলেও জয় পেলো না ম্যানইউ। দারুণ খেললেও শেষ পর্যন্ত স্বাগতিক ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করা দলটি ফিনিংশ দূর্বলতায় গোলের দেখা পায়নি।
৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকতে হচ্ছে ম্যানইউ। ৩৬ ম্যাচ খেলা দলটি জিততে পেরেছে ১৯টি ম্যাচ। ওয়েস্ট হ্যাম প্রিমিয়ার লিগের টেবিলে ১৫ নম্বরেই আছে। টানা তিন হারের ম্যাচ ম্যানইউকে হারিয়েছে দলটি। ৩৭ পয়েন্ট নিয়ে পনেরোতে থাকা দলটি ৩৫ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ১০ ম্যাচ।
হারলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে ম্যানইউ। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল ছিলো তাদের নিয়ন্ত্রণে। এরিক টেন হাগের দলের ৬৭৯ পাসের বিপরীতে ওয়েস্ট হ্যামের পাস ছিলো মাত্র ৩৪৩।
ম্যাচের শুরুতে থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ম্যানইউ। তবে গোল পাচ্ছিলো না দলটি। উল্টো আধঘন্টার আগেই গোল হজম করে বসে। ম্যাচের ২৭তম মিনিটে সাইদ বেনরাহমার গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর ম্যানইউ ম্যাচে ফিরতে চেষ্টা করে। তবে ওয়েস্ট হ্যামের রক্ষণে চিড় ধরাতে পারেনি। নিজেদের রক্ষণ সামলে রাখতে ব্যস্ত থাকা ওয়েস্ট হ্যামও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post