আবার কোহলিকে অধিনায়ক হিসেবে চান শাস্ত্রী

0
56

স্পোর্টস ডেস্কঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত। তবে চোটে থাকা অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কিছুটা বিপাকে পড়েছে বিসিসিআই। এ অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলির কাঁধে নেতৃত্ব চান দেশটির সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী জানান, কোহলির অভিজ্ঞতা বেশ কাজে আসবে। ব্যাখ্যা হিসেবে তিনি উল্লেখ করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবশেষ টেস্ট সিরিজকে। শাস্ত্রী বলেন, ‘রোহিত যখন চোটে পড়ল, ভেবেছিলাম বিরাটকে অধিনায়ক করা হবে। আমি যদি এখনও দায়িত্বে থাকতাম আমি বোর্ডের কাছে সেভাবেই সুপারিশ করতাম।’

শাস্ত্রী আরো বলেন, ‘আমি তার (ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়) সঙ্গে কথা বলিনি। তবে এটাই উপযুক্ত হতো। কারণ সে ওই দলের অধিনায়ক ছিল যারা সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এবং সম্ভবত সে-ই দলের সেরাটা বের করে আনতে পারত।’  

আগামী ৭ জুলাই ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এই সময়ের মধ্যে রোহিত ফিট না হয়ে উঠলে বিকল্প অধিনায়ক খুঁজতে হবে ভারতকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। হারান ওয়ানডের নেতৃত্বও। এরপর টেস্টের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান তারকা এই ব্যাটার। তার জায়গায় তিন ফরম্যাটেই নেতৃত্বে আসেন রোহিত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here