নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ লজ্জার সুযোগ বাংলাদেশের সামনে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচেও আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে পরে ব্যাটিং করে ম্যাচ জিতেছিল স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশঃ হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক) মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ ও ফজল হক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০