স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারো পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদ সান্তিয়াগো বার্নাব্যু থেকে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফিরল। ড্র করে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রইল রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ১৮ ম্যাচে পয়েন্ট ৪৭ পয়েন্ট। ঘরের মাঠে হোঁচট খাওয়ার পর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৪২। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল সোসিয়েদাদ।
গত বছরের কাতার বিশ্বকাপ বিরতির পর থেকে যেন নিজেদের খুঁজে ফিরছে রিয়াল। তাদের পারফরম্যান্সে নেই কোনো ধারাবাহিকতা। এই সময়ে লিগে চার ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি, একট্রি করে হার ও ড্র। করিম বেনজেমা-রদ্রিগো-ভিনিসিয়াস জুনিয়ররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়েও উঠছে প্রশ্ন।
সান্তিয়াগো বার্নাব্যুতে ৩১তম মিনিটে ভালো সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। তবে টনি ক্রুসের দূরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ২০ সেকেন্ডের মাথায় লক্ষ্যে শট নেন দানি সেবাইয়োস, ঠেকিয়ে দেন গোলরক্ষক। দুই মিনিট পর বেনজেমার ছোট থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে ভিনিসিউসের শট পা দিয়ে রুখে দেন ভীষণ ব্যস্ত সময় পার করা গোলরক্ষক রেমিরো।
দ্বিতীয়ার্ধে একচেটিয়া চাপ ধরে রিয়াল। অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে তারা ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি, কিন্তু ফিনিশিংয়ে কার্যকর হতে পারেনি। বেনজেমা-রদ্রিগো-ভিনিসিয়াসরা সুযোগ কাজে লাগাতে পারেন নি। লিগে রিয়ালের পরবর্তী ম্যাচ ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামী বৃহস্পতিবার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post