স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মাঝপথে দ্বিতীয়বার দেশে ফিরলেন লিটন দাস। এর আগে শ্রীলঙ্কা ম্যাচের আগে দেশে ফিরেছিলেন এই ওপেনার। এবার অস্ট্রেলিয়া ম্যাচের আগে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের এই ব্যাটার। মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি।
এদিকে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলের চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের একটি বিমানে দেশে ফেরেন সাকিব। তার সঙ্গে ফেরেন লিটনও।
এর আগে গত বুধবার কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন লিটন। প্রথম দফায় মূলত, সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতেই এসেছিলেন তিনি। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে আবার দলের সঙ্গে যোগ দেন এই উইকেটকিপার ব্যাটার। এবার দিন দুয়েকের ছুটি কাটিয়ে লিটন আবারও ভারতে ফিরবেন। তবে সাকিবের বিশ্বকাপ এখানেই শেষ।
সাকিবের জায়গায় বাংলাদেশ দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে। তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাঁকে খেলার অনুমতি দিল। আজ আইসিসির ওয়েবসাইটে বিজয়কে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। শিগগিরই পুনেতে দলের সাথে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post