স্পোর্টস ডেস্কঃ সুখবর দিয়েছেন ৩১ বছর বয়সী নেইমার। এই তারকা দ্বিতীয় বারের মতো সন্তানের বাবা হচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান।
দ্বিতীয় বারের মতো বাবা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন নেইমার। পোস্টে বান্ধবী বিয়ানকার্ডির বেবি বাম্পের ছবি প্রকাশ করেন ব্রাজিলিয়ান এই তারকা। সেখানে তিনি পর্তুগিজ ভাষায় একটি ক্যাপশন লিখেন।
নেইমারের লেখা ক্যাপশন বাংলায় অনূদিত করলে অর্থ দাঁড়ায়, ‘আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা তোমার অপেক্ষায় আছি এবং এটাও জানি তুমি আমাদের ভালোবাসা পূর্ণ করতে আসছ, আরও সুখের হবে দিনগুলো। তুমি খুব সুন্দর একটি পরিবারের সদস্য হবে। ভাই, দাদা–দাদী, আঙ্কেল–আন্টিরা এখনই তোমাকে অনেক ভালোবাসে। দ্রুত এসে পড়। আমরা তোমার অপেক্ষায়।’
সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেসের সঙ্গে সম্পর্ক থাকতেই বাবা হয়েছেন নেইমার। তাঁর বর্তমান প্রেমিকা ২৮ বছর বয়সী ব্রুনা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব এবং সাও পাওলোর মডেল। তাঁর নিজের কাপড়ের ব্র্যান্ড আছে। নেইমার ও ব্রুনার জীবনে এটাই হতে প্রথম সন্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০