নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শেষ রাউন্ডে মুখোমুখি হয় ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তাদের দ্বৈরথ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আবাহনী ২-০ গোলে এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত দুই পেনাল্টিতে সমতা আনে মোহামেডান।
ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে কিছু বোঝার আগেই চোখ ধাঁধানো এক ফ্রি কিক গোলে মোহামেডানকে চমকে দেন আবাহনীর ব্রুনো রোকা। বক্সের অনেক বাইরে থেকে বাঁ প্রান্ত ধরে সরাসরি পোস্টে শট নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। হাওয়ায় ভেসে বল মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনের মাথার ওপর দিয়ে ডান পোস্ট দিয়ে সোজা জড়ায় জালে!
৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় আবাহনী। ডানপ্রান্ত থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটনের ক্রস দারুণভাবে কাজে লাগান সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। এরপর পেনাল্টি ও কার্ড পর্ব! ৬৫ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। ইমানুয়েল টনিকে পেছন থেকে বাধা দেন মোহাম্মদ হৃদয়। রেফারি সায়মন হাসান সানি পেনাল্টির বাঁশি বাজান। স্পট-কিক থেকে গোল করে ব্যবধান কমান মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। সঙ্গে হৃদয়কে হলুদ কার্ড দেখান রেফারি সায়মুন।
৭৮ মিনিটে মেহেদীর উড়ে আসা থ্রো ফেরাতে গিয়ে বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন ইরানি ডিফেন্ডার মিলাদ শেখ। আরেকটি একটি পেনাল্টি পেয়ে যায় মোহামেডান। সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ। তবে এই পেনাল্টি সহজে মেনে নেয়নি আবাহনীর খেলোয়াড় ও ডাগআউটে থাকা কর্মকর্তারা। স্টেডিয়ামে ওই সময় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লালকার্ড দেখেন আবাহনীর ম্যানেজার নজরুল। আবাহনীর ফুটবলাররা তখন মাঠ ছাড়তে উদ্যত হন। বেশ কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে। পরে অবশ্য খেলায় ফেরে তারা। দিয়াবাতে কাজে লাগান সেই পেনাল্টি। ২–২ হয়ে যায় স্কোরলাইন। এদিকে ড্র করে একমাত্র অপরাজিত দল হিসেবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করলো সাদাকালোরা। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলো মোহামেডান। আবাহনী তিনে ১৫ পয়েন্ট নিয়ে। শীর্ষে বসুন্ধরা কিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post