আবাহনীর ম্যাচ খেলছেন আফিফ, বাংলাদেশ দলের সাথে আসেন নি সিলেটে

0
62

নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু ১৮ মার্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগেই সিলেটে পৌঁছায় আইরিশরা। বৃহস্পতিবার সিলেটে এসেছে বাংলাদেশ দলও। দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। তবে দলের সাথে  আসেন নি আফিফ হোসেন।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ঢাকা আবাহনী। আর এই ম্যাচে খেলতে বাংলাদেশ দলের সাথে সিলেটে আসেন নি আফিফ। আবাহনীর জার্সিতে আজ দারুণ ব্যাট করেছেন বাঁহাতি এই ব্যাটার। ৪৬ বলে ৬৫ রান করেন তিনি। এদিকে শুধু আফিফ নয়, জাতীয় দলের আজকের বহরে ছিলেন না সাকিব আল হাসানও। দুবাইয়ে ব্যবসায়ীক কাজে গিয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তাই এখনো দলের সাথে যোগ দেন নি।

এদিকে দুপুরে বিমানবন্দর থেকে টিম হোটেলে গিয়ে অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম-মুস্তাফিজুর রহমানরা। দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের জন্য আসে বাংলাদেশ দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরেসিংহে, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ছিলেন দলের সাথে। জাকির হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, শরিফুল ইসলামরা আগে থেকেই অবস্থান করছেন সিলেটে। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ তারা খেলেছেন বুধবারে।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here