স্পোর্টস ডেস্ক:: মাহা-সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে আবিদের আগুনে বোলিংয়ে ১২৯ রানের বিশাল জয় পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব।বীর বিক্রম ইয়ামীন ক্রীড়া চক্র পাত্তাই পায়নি শিরোপা প্রত্যাশী মোহামেডানের কাছে।
মোহামেডানের ক্রিকেটার বাহার হোসেন ম্যাচটি দিয়ে পেশাদারি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিদায় বেলা সতীর্থরা বড় জয় উপহার দিয়েছেন বাহারকে।
রোববার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে মোহামেডান স্পোটিং ক্লাব ৪৭ ওভারে অলআউট হওয়ার আগে ২২৫ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৮রান করেন তোফায়েল। রিহাদ করেন ৬০ রান। অর্কের ব্যাট থেকে আসে ৩৭রান।
বীর বিক্রম ইয়ামীন ক্রীড়া চক্রের হয়ে অমিত, নাহিদ ৩টি করে ও ছোটন ২টি করে উইকেট লাভ
করেন।
২২৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা বীর বিক্রম ইয়ামীন ক্রীড়া চক্র আবিদের আগুনে বোলিংয়ে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় ৩৩.১ ওভারে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন ইমরান।ইমন করেন ১৩ রান।
মোহামেডান স্পোটির্ং ক্লাবের হয়ে আবিদ ৫টি, কামিল ৩টি এবং অনুপ ও মুজাক্কির ১টি করে উইকেট লাভ করেন। ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন আবিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post