স্পোর্টস ডেস্কঃ বায়ার্ন মিউনিখের ৩৩ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানডফস্কিকে ৩ বছরের চুক্তিতে কিনেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। এই দলবদলে কাতালানরা খরচ করল ৪৫ মিলিয়ন ইউরো। এবং পরবর্তীতে দলবদল মূল্য বেড়ে ৫০ মিলিয়ন হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
ছেড়ে আসা বায়ার্ন সতীর্থ এবং প্রিয় সমর্থকগোষ্ঠীকে ধন্যবাদ জানান লেভা। এক বার্তায় এই ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার সব সতীর্থ, ক্লাবের সব কর্মচারী এবং এফসি বায়ার্নের ম্যানেজমেন্ট সহ যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার জন্যই আমরা অনেক শিরোপা জিততে পেরেছি। সবার ওপরে আমি সমর্থকদের কৃতজ্ঞতা জানাই-আপনারাই এই ক্লাব তৈরি করেছেন।’
লেভানডফস্কি বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেন ২০১৪ সালে। দীর্ঘ এই সময়ে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে তার গোল ৩৪৪টি। গত কয়েক মৌসুমে তো তিনি হয়ে উঠেছিলেন গোল মেশিন। ভেঙে দেন অনেক রেকর্ড। বিদায় বেলা লেভানডফস্কি আরো বলেন, ‘আমরা খেলোয়াড়রা এখানে কেবল একটা মুহূর্তের জন্য থাকি। আমার জন্য সেই মুহূর্তটা অসাধারণ আটটি বছর এবং এই স্মৃতি সারাটা জীবন আমার মনে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০