স্পোর্টস ডেস্ক: নিয়ম ভঙ্গ করে মাঠে প্রবেশ করায় মাশরাফির ভক্ত মেহেদী হাসানকে মিরপুর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আফগানিস্তান ইনিংসের ২৮.২ ওভারের খেলা চলছে তখন। বোলিং করছিলেন তাসকিন আহমদ। হঠাৎ এক যুবক দৌড়ে মাঠে প্রবেশ করে এগিয়ে গেলো মাশরাফির দিকে। কিংকর্তব্যবিমূঢ় মাশরাফি বাড়িয়ে দিলেন হাত। মাশরাফি পরম মমতায় বুকে টেনে নিয়ে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে সরিয়ে রাখার চেষ্টা করলেন। এক পর্যায়ে নিরাপত্তা কর্মকর্তা মাশরাফির ওই ভক্তকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেন।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই বায়তুল্লাহ মাশরাফির ভক্ত মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর জোনের উপ-কমিশনার জসিমউদ্দিন জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তরুণ মাশরাফির ভক্ত। তারপরও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি।’
তবে মাশরাফি তার ওই ভক্তকে ছেড়ে দেওয়ারই অনুরোধ করলেন। তিনি জানালেন, ‘এ ধরনের ঘটনা দেশের বাইরে প্রায়ই ঘটে। হয়তো বাংলাদেশে প্রথম আমার সাথেও। ভক্তটি দৌড়ে এসে আমাকে বললো আমি আপনার ফ্যান। আমি এটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। ওর যেন কিছু না হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০