স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ভারত। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হলো আবেশ খানের। চোটের জন্য সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন নি রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ম্য়াচেও তাঁকে পাবে না শিখর ধাওয়ানের দল।
২৫ বছর বয়সী পেসার আভেশ ইতোমধ্যে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। তিনি এখন পর্যন্ত মোট ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৮টি। গত ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আবেশের। এবার সেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়েই ৫০ ওভারের ক্রিকেটে পথচলা শুরু হলো ডানহাতি এই পেসারের।