স্পোর্টস ডেস্ক: অাফগানিস্তানের সাথে সিরিজ জয়ের পর এবার ইংল্যান্ড সিরিজ। রাত পোহালেই শুরু হবে সিরিজ লড়াই। তার আগে চলছে স্বল্প কথার লড়াই। হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট এমনটাই মনে করছেন জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।
অনুশীলনের ফাঁকে গণমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির জানান, বিগত সিরিজ গুলোতে আমরা ভালো খেলেছি, টানা ৬ সিরিজ জিতেছি ঘড়ের মাঠে। আমাদের প্রতিপক্ষ কে সেটা আমরা চিন্তা করি না, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলবে। তাহলে আমাদের জয় অবধারিত।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ৪ ওয়ানডের ৩ টিতেই জয় আমাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪