আমরাও এখানে জিততে এসেছিঃ আফগান অধিনায়ক

0
84

স্পোর্টস ডেস্কঃ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সাম্প্রতিক পারফর্ম্যান্স ও পরিসংখ্যান বিবেচনায় এই সিরিজে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। সবশেষ সিরিজেও ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

তবে নিজেদেরকে পিছিয়ে রাখতে চান না আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এখানে খেলতে ও জিততে এসেছেন তারা। এসময় টেস্টে ভালো করতে না পারলেও, এর ব্যাখ্যা দিয়েছেন হাশমতউল্লাহ। জানিয়েছেন ওয়ানডেতে ভালো দল। অনেক উন্নতি করেছেন এই ফরম্যাটে তারা।

হাশমতউল্লাহ শাহিদী এই প্রসঙ্গে বলেন, ‘আমরাও তো এখানে খেলতে ও জিততে এসেছি। শুধু তাদেরই (বাংলাদেশ ফেবারিট) সিরিজ নয় এটি। অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও এখানো ভালো খেলতে ও জিততে এসেছি। গত দুই বছরে আমরাও ভালো করছি।’

টেস্টে ভালো করতে না পারা প্রসঙ্গে হাশমতউল্লাহ শাহিদী বলেন, ‘টেস্ট ক্রিকেট ভিন্ন ছিল। ওই ম্যাচের আগে আড়াই বছর আমরা টেস্ট খেলিনি। এছাড়া আমাদের বেশ কয়েকজন মূল ক্রিকেটারের ইনজুরি ছিল। রশিদ খান ছিল না, ফজলহক ছিল না, আজমতের কুঁচকিতে চোট ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here