স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। তৃতীয় দিন শেষে সফরকারী দলটি লিড নিয়েছে ১৩১ রানের। হাতে আছে আরো দুই উইকেট।
অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন লরকান টাকার। ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস শেষে দিন শেষে নিজ দলকেই তিনি এগিয়ে রাখছেন। জানিয়েছেন, তাদের হাতে যে লিড আছে, তাতে আরো ৪০-৫০ রান যোগ করলেই বাংলাদেশ বিপদে পড়বে। তারা কাল জয়ের জন্যই খেলবেন।
২৭ রানে চার উইকেট নিয়ে আজ মঙ্গলবার তৃতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড দিন শেষ করেছে ৮ উইকেটে ২৮৬ রানে। ১৬২ বলে ১৪ চার ও এক ছয়ে ১০৮ রান করেছেন। এন্ড্রি ম্যাকব্রিন ৭১ রানে অপরাজিত আছেন। তার ব্যাটে কাল লিড বড় করার স্বপ্ন দেখছে আইরিশরা।
দিন শেষে সংবাদ সম্মেলনে আসা সেঞ্চুরিয়ান লরকান টাকার কাল জেতার জন্য উইকেট নিতে পারবেন জানিয়ে বলেন, ”আরো ৪০-৫০ রান করতে পারলেই বাংলাদেশকে বিপদে ফেলা যাবে। তার ভাষায় উইকেট যথেষ্ট ভালো আছে। এটা কিছুটা ভাঙবে। হয়তো হঠাৎ জাদুকরি কিছু হবে। আমরা জানি কাল জেতার জন্য উইকেট নিতে পারব। আশা করছি বাংলাদেশকে ভালো একটা টার্গেট দিতে পারব। আমার মনে হয়, সব চাপ এখন তাদেরই।’
আরো কিছু রান যোগ করে বাংলাদেশকে ১৭০-১৮০ রান টার্গেট দিতে চান জানিয়ে সেঞ্চুরিয়ান বলেন, ‘যদি ১৭০-১৮০ রানের কাছাকাছি দাঁড় করাতে পারি (লিড), তবে খুশি হব আমরা। আরো ৪০-৫০ রান আর কি!’
বাংলাদেশ চাপে আছে জানিয়ে লরকান টাকার বলেন, ‘উইকেট যথেষ্ট ভালো আছে। এটা কিছুটা ভাঙবে। হয়তো হঠাৎ জাদুকরি কিছু হবে। আমরা জানি কাল উইকেট নিতে পারব জেতার জন্য। বাংলাদেশকে ভালো একটা টার্গেট দিতে পারবো। আমার মনে হয় সব চাপ এখন তাদেরই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post