স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে থামল বাংলাদেশের যাত্রা। পাকিস্তানের বিপক্ষে হারের পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে টাইগাররা। কলম্বোয় আগে ব্যাট করে শ্রীলঙ্কা করে ২৫৭ রান। জবাব দিতে নেমে এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিব আল হাসান-লিটন দাসরা।
তাওহিদ হৃদয় ছাড়া লড়াই করতে পারেন নি বাংলাদেশের কোনো ব্যাটারই। টাইগারদের ইনিংস থামে ২৩৬ রানে। টানা দুই হারে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিদের। ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব।
গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব জানান, বাংলাদেশ দল বড় কোনো টুর্নামেন্টে ভালো করতে পারে নি কখনও। তিনি বলেন, ‘আমরা কোনো বড় টুর্নামেন্ট বা ইভেন্টে ভালো করিনি। আমাদের এমন কোনো ইতিহাস নেই যে… এই রকম টুর্নামেন্টে আমাদের সাফল্য যেহেতু আসেনি ওইভাবে।’
সাকিব আরও বলেন, ‘আপনি বলতে পারেন আমরা এশিয়া কাপে দুই তিনবার ফাইনাল খেলেছি। যদি জিততাম তাহলে আরও ভালো হতো। তার মানে এটা না যে আমরা ভালো দল না খারাপ দল। আমরা সব সময়ই একটা প্রমিজিং দল। নিয়মিত বিরতিতে আমরা ভালো করে আসছি। শেষ দুটো সিরিজে আমরা ঘরের মাঠেও হেরে গিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০