আমরা খারাপ অবস্থা থেকে ফিরতে পারি না- মুস্তাফিজ

0
8

স্পোর্টস ডেস্ক:: টেস্ট বা টি-২০, বাংলাদেশের এক, দুই উইকেট পড়ে গেলেই শুরু হয়ে ব্যাটিং বিপর্যয়। আর ঘুরে দাঁড়াতে পারে না বাংলাদেশ। বোলাররা টিক তাই। এক দুই বল খারাপ করলে আবার কামব্যাক করতেও পারেননি। প্রতিপক্ষের ব্যাটাররা তুলোধুনো করে ছাড়েন।

বিশেষ করে টি-২০ ও টেস্ট ফরম্যাটে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। এ দুই ফরম্যাটে টানা ব্যর্থ হয়ে আসছে টাইগাররা। বোলাররা মাঝে মধ্যে লড়াই জমিয়ে তুললেও ব্যাটাররা শুধুই হতাশ করছেন। মাঝে মধ্যে দু’একজন পঞ্চাশের কাছাকাছি ইনিংস খেললেও তা দলের কাজে আসছে না।

বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। চরম ব্যাটিং ব্যর্থতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। তবে যতক্ষণ ব্যাটিং হয়েছে (১৩ ওভার পর্যন্ত ব্যাট করেছে বাংলাদেশ) তাতে শুধুই হতাশ করেছেন ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটারদের ব্যর্থতায় ৩৫ রানে হারে সফরকারী দলটি।

তৃতীয় টি-২০ ম্যাচটি মাঠে গড়ানোর আগে এসব নিয়ে কথা বলেছেন পেসার মুস্তাফিজুর রহমান। টাইগারদের ‘কাটার মাস্টার’ জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের মানষিকতায় সমস্যা। ব্যাটাররা কয়েকটা বল রান বের করতে না পারলে আর ক্যামব্যাক করতে পারেন না। বোলাররাও দু’একটা বল বাজে করলেই আর ফিরতে পারেননি।

দেশের একটি গণমাধ্যমকে মুস্তাফিজুর রহমান এ নিয়ে বলেন, ‘আমাদের মূল সমস্যা মানষিকতায়। অন্য দলের ব্যাটসম্যানরা দেখবেন ৭/৮ বল রান না পেলেও আবার টিকই ফিরে আসে, আক্রমণ করে। বোলারদের কথা যদি বলেন, দু’একটা বল খারাপ করেও অন্য দেশের বোলাররা দ্রুত ফিরে আসে। আমার মনে হয় আমরা এই জায়গাতে পিছিয়ে, আমরা দ্রুত ভেঙে পড়ি এবং দ্রুত খারাপ অবস্থা থেকে ফিরতে পারি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here