আমরা চাই সমর্থকরা উপভোগ করুক আর্জেন্টিনার ম্যাচ- স্কালোনি

0
108

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। অপর গোলটি এসেছে লাউতারো মার্টিনেজের পা থেকে। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা।

হন্ডুরাসকে হারিয়ে নিজেদের টানা অপরাজিত (৩৪ ম্যাচ) থাকার রেকর্ড গড়ল লিওনেল মেসির দল। এর আগে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা ৩৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকা সেমিফাইনালে সর্বশেষ হেরেছিল লাতিন আমেরিকার দলটি। জাতীয় দলের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চসংখ্যক ম্যাচ অপরাজিত থাকার নজির। ৩৭ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষে ইতালি।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান, সমর্থকরা যাতে তাঁর দলের খেলা উপভোগ করতে পারে সেদিকেও গুরুত্ব দেয় আর্জেন্টিনা। স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল যেখানেই খেলতে যাকনা কেন আমাদের উপর বিশাল দায়িত্ব থাকে। কিন্তু আমরা সবসময়ই ম্যাচগুলো উপভোগ করার চেষ্টা করি। দিনের শেষে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ফলাফলের থেকেও সমর্থকরা যাতে আমাদের ম্যাচগুলো উপভোগ করতে পারে সেটা কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here