স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোমবার নেপালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ম্যাচ শেষে লক্ষ্য পূরণের আনন্দে উদ্বেলিত হতে দেখা গেছে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।
ম্যাচ শেষে ছোটন বলেন, ‘আমি আমার মেয়েদের অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য নেপালকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ (সোমবার) আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি। এখন থেকে আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার এক নম্বর দল।’
সাফল্যের রহস্য প্রসঙ্গে ছোটন বলেন, ‘এই টুর্নামেন্টে মেয়েরা ম্যাচ বাই ম্যাচ খেলে এই সফলতায় পৌঁছেছে। তাঁরা শেষ পর্যন্ত তাঁদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ১৫ হাজারের ওপরে দর্শকের উপস্থিতিতে কিছুটা শঙ্কিত ছিলাম। তবে শেষ পর্যন্ত মেয়েরা পরিবেশের বিপরীতে গিয়ে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০