স্পোর্টস ডেস্কঃ ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে শ্রীলঙ্কা। সুপার এইট নিশ্চিত করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘ডি’ থেকে বাদ পড়েছে লঙ্কানরা। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত। একইসাথে প্রায় নিশ্চিত বাংলাদেশেরও। নেপালকে হারাতে পারলেই টাইগাররা চলে যাবে সেরা আটে।
আর সেই গ্রুপ থেকেই বাদ পড়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হারের পর নেপালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় তাদের। আর তাই সুপার এইটের আশাও শেষ হয়ে যায়। এখন নিয়ম রক্ষার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।
সেই ম্যাচে মাঠে নামার আগে নিজ দেশের সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো দেশকে হতাশ করার কথা অকপটেই স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, নিজেদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তারা মূল পর্বে যেতে পারেননি।
এই প্রসঙ্গে ম্যাথিউস বলেন, ‘আমরা পুরো দেশকে হতাশ করেছি। আমরা সত্যিই অনেক দুঃখিত কারণ, নিজেদেরকে হতাশ করেছি। আমরা কখনও এমনটা আশা করিনি। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সেগুলো দুর্ভাবনার কিছু নয়। খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি।’
ম্যাথিউস আরও বলেন, ‘নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি আমরা। বিশেষ করে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি, খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। নিজেদের মধ্যেই আমরা অনেক কষ্ট পাচ্ছি। আগামীকাল নতুন দিন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের খেলতে হবে। তারা অনেক বিপজ্জনক দল। তাই আমরা ভালো খেলে তাদের হারাতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post