স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে ম্যানচেস্টার সিটির সাথে সমান তালে পাল্লা দিয়েও শেষ মুহূর্তে প্রিমিয়ার লিগে শিরোপা জেতা হয়নি লিভারপুলের। তবে শনিবার কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন সিটিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেই ২০২২-২৩ মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে অলরেডরা।
পেপ গার্দিওয়ালার দলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতার পর ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড জানান দিলেন, আসছে মৌসুমের জন্য প্রস্তুত তারা। ফাইনাল শেষে টুইটারে উদযাপনের একটি ছবি পোস্ট করেন আর্নল্ড। তিনি লিখেছেন, ‘আমরা প্রস্তুত, আগামী সপ্তাহে দেখা হবে রেডস।’
গত মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ইয়ের্গেন ক্লপের লিভারপুলকে পিছনে ফেলে পাঁচ বছরে চতুর্থবারের মত লিগ শিরোপা জয় করেছিল সিটিজেনরা। লিগের শেষ দিন এ্যাস্টন ভিলার সাথে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা। সেই সিটিকে এবার মৌসুমের শুরুতে হারানোটা নিশ্চিতভাবেই শক্তি যোগাবে ক্লপের দলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০