স্পোর্টস ডেস্ক: গত ১৪ মাসে ইংল্যান্ড ক্রিকেট দল খেলেছে ১৬টি টেস্ট। বিপরীতে বাংলাদেশ একটি টেস্ট ম্যাচও খেলেনি। টাইগার দলনেতা মুশফিক যেখানে ক্যারিয়ারে খেলেছেন ৪৮টি টেস্ট, ইংলিশদ দলপতি কুক সেখানে খেলেছেন ১৩৩টি টেস্ট।
পার্থক্যটা সহজেই অনুমেয়। তাই বাংলাদেশের বিপক্ষে বাড়তি সুবিধাই পাবে ইংল্যান্ড। ইংল্যান্ডের দলপতি অ্যালিস্টার কুক জানান. বাংলাদেশ দীর্ঘ দিন থেকে টেস্ট খেলেনি। দীর্ঘ বিরতিটাকে আমরা কাজে লাগাতে চাই।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সকাল ১০টায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে ২৮ অক্টোবর থেকে।
তবে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন ইংল্যান্ড অধিনায়ক। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ গত দেড় বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে। তারা টেস্ট খেলেনি তা ঠিক। কিন্তু ওয়ানডেতে দারুণ খেলেছে। তাই সহজ হবে না আমাদের জন্য।’
সংবাদ সম্মেলনে কুক বলনে, ‘উপমহাদেশের উইকেটে প্রথম দু’দিন ব্যাটে ভালো বল আসে, পরবর্তীতে বল খুব টার্ন করে। বাংলাদেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ভালো স্পিনারও আছেন। তারা খুব ভালো ক্রিকেটও খেলছে দীর্ঘদিন ধরে। তাই ম্যাচটা খুব সহজ হবে না আমাদের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০