স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে টানা ৬ সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে অল্পের জন্য একদিনের সিরিজ জেতা হয়নি। কিন্তুু টেস্টে প্রথম বারের মত ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।
এবার তাই বাংলাদেশকে বিদেশের মাটিতে চ্যালেঞ্জের কথা জানালেন সমালোচকরা। তাদেরকে বেশ জোরেস-সুরেই জবাব দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, গেল বিশ্বকাপের সুখস্মৃতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দেশের বাইরে খেলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ।
শনিবার ভারতের কলকাতা ভিত্তিক লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেডের লিংক পেনস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন সাকিব। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘আগে বিদেশ সফরে গেল আমরা ভীত থাকতাম। কেমন করবো এ নিয়ে আলাদা ভাবনা কাজ করতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি ভালো কিছুই হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ দল দুই সপ্তাহের জন্য অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার সিডনিতে। বাঁ-হাতি এই অলরাউন্ডারের মতে, নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্প কাজে দিবে।
এ নিয়ে সাকিব বলেন, ‘ওখানের কন্ডিশন আমাদের জন্য সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০