নিজস্ব প্রতিবেদকঃ ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটন দাসের। রানের খরায় ভুগছেন এই ডানহাতি ক্রিকেটার। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। এরপর টেস্ট দলে ফিরলেও, রান পাননি প্রথম ম্যাচে। সবচেয়ে বেশি সমালোচনা চলছে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় যে দৃষ্টিকটু শটে লিটন দাস উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেটা নিয়ে।
বাজে সময় কাটানো লিটনের পাশে দাঁড়িয়েছেন সহকারী কোচ নিক পোথাস। তিনি জানিয়েছেন, লিটন দাস যদি নিজের মতো করে খেলতে পারেন, তাহলেই সব সমস্যার সমাধান হবে। তার উপর বাইরে থেকে চাপ আসার কারণেই সমস্যাটা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম লিটনের পেছনে সবসময় লেগে থাকে বলে জানিয়েছেন পোথাস। সবাই ভুলে যায় ক্রিকেটাররাও মানুষ।
নিক পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। লিটন ভালো অবস্থানে আছে। ঝামেলা হচ্ছে, লিটনের উপর বাইরে থেকে চাপ আসছে। আমি মনে করি, লিটনকে শুধু তার মতোই থাকতে দেওয়া উচিত। এরপর সে তার সেরাটা দেখিয়ে দেবে।’
পোথাস আরও বলেন, ‘আমরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেছনে যদি শুধু লেগে থাকি, তাহলে হবে না। এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে আমরা ভুলে যাই, ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই, আমি নিশ্চিত সে আপনাদের ফলাফল দেখিয়ে দেবে।’
Discussion about this post