স্পোর্টস ডেস্কঃ বড় হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বুধবার ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনিংয়ে নামা ইমাম-উল-হক। অধিনায়ক বাবর আজম ১৭ রানে ফিরলেও মোহাম্মদ রিজওয়ান জিতিয়ে মাঠ ছাড়েন। তুলে নেন ১১তম ফিফটি। ৭৯ বলে ৬৩ রান করেন রিজওয়ান। তার সঙ্গে ১২ রানে অপরাজিত ছিলেন আঘা সালমান।
ম্যাচ হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দলের ব্যাটারদের দোষ দিলেন। তিনি জানিয়েছেন, এমন উইকেটে বড় ইনিংস না খেলতে পারা ঠিক হয় নি। সাকিব বলেন, ‘আমরা ম্যাচের শুরুতেই হেরে গেছি। তারা খুব ভালো বোলিং করেছে, আমরা বেশ কিছু বাজে শট খেলেছি। এ রকম একটা উইকেটে প্রথম দশ ওভারে আমাদের চারটি উইকেট হারানো ঠিক হয়নি। আমার আর মুশফিকের জুটি ভালো ছিল। আরও ৭-৮ ওভার আমরা খেলতে পারতাম। আমি আউট হওয়ার পর আর কোনও জুটি হয়নি। এ রকম একটা উইকেটে খুবই বাজে ব্যাটিং।’
সাকিব আরও বলেন, ‘এটার দায়ভার আমাদের নিত হবে এবং পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। তারা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল। তাদের বোলিং লাইনআপ বিশ্বসেরা। তারা যদি দ্রুত উইএত নেয় তাহলে তাদের ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আশা করি কলম্বোতে আমরা ভালো খেলব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post