স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। পঞ্চম দিনে জিততে হলে শেষ দিনে ২৮০ রান প্রয়োজন ভারতের। অপরদিকে বল হাতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে পারলে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে ভারত।
দ্য ওভালে রোহিত শর্মার দলের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। যার মধ্যে মূল লড়াইটা লড়তে হবে ক্রিজে অপরাজিত থাকা দুই তারকা বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানেকে। আপাত দৃষ্টিতে ভারতের সামনেই বেশি চ্যালেঞ্জ। তবে এসবের মাঝেও জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন মোহাম্মদ শামি।
ভারত দলের এই তারকা পেসার জানিয়েছেন, দলের প্রত্যেকেই শতভাগ বিশ্বাস করে যে, এই ম্যাচ জিততে পারবে তারা। অতীতে এমন নানান কিছু ইতিহাস রয়েছে, সেখান থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারত শিবির। সবাই একসাথে লড়তে পারলে, ম্যাচ জিতবেন বলে মনে করেন তারা।
মোহাম্মদ শামি বলেন, ‘দলের প্রত্যেকেই শতভাগ বিশ্বাস করে যে, এই ম্যাচ আমরা জিততে পারি। আমরা সব সময়ই লড়াই করেছি, বিশ্বের বিভিন্ন দেশে ভালো পারফর্ম করেছি। সেই কারণেই বিশ্বাস করছি, সবাই একত্রিত হয়ে এই ম্যাচ জিতব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post