আমরা সুযোগ হাতছাড়া করবো না- মুশফিকুর রহিম

0
28

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অল্পের জন্য প্রথম টেস্ট হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এবার আর সেই সুযোগ পাবে না ইংল্যান্ড। আগামিকাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হওয়া টেস্টে সুযোগ পেলেই তা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মুশফিকুর রহিম এসব কথা বলেন। তিনি বলেন,  ‘আমাদের মূল চ্যালেঞ্জ, দল হিসেবে যেন চার-পাঁচটা দিন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি। তারপর যদি জয়ের মতো সুযোগ আসে, আমরা অবশ্যই এবার হাতছাড়া করবো না। আমাদের লক্ষ্য থাকবে, জয়ের মতো সুযোগ সৃষ্টি করা এবং সেটা কাজে লাগানো।’

প্রথম টেস্টে হেরে যাওয়ায় আক্ষেপও ঝরেছে মুশফিকের কণ্ঠে, ‘আমরা যতোই ভালো খেলি না কেন, ম্যাচটা হেরেছি। সেই আক্ষেপ তো অবশ্যই আছে। সবার ভেতরে সেই জেদ আছে। সবাই জানে যদি আমরা এক শতাশংও এদিক-সেদিক করতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষে আসতো। সেদিক থেকে আমরা সচেতন। জানি যে ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও চেষ্টা করবো শেষ টেস্ট থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে নতুন করে শুরু করতে।’

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলে, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশ দলের প্রথম লক্ষ্য অবশ্য থাকবে ব্যাট-বলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here