স্পোর্টস ডেস্ক:: টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেলো বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। একদিনের ফরম্যাটে পূর্ণ শক্তির বাংলাদেশ খেলবে। থাকবেন সিনিয়র ক্রিকেটাররাও। তবে টি-২০ ফরম্যাটে নতুন এক বাংলাদেশ দেখবেন সমর্থকেরা। সিনিয়র ক্রিকেটারহীন টাইগার স্কোয়াড নামবে এবার মাঠে।
দেশ ছাড়ার আগে জাতীয় দলের পেসার তাসকিন আহমদ জানিয়েছেন, দলের লক্ষ্যের কথা, নিজের পরিকল্পনার কথা। নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও সোহান ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেন। তার মতে- তিনিই ভালোই করবেন।
টি-২০ সিরিজ জেতার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘সিরিজ ভাল হবে আশা করছি। ওদের মাঠে সব সময়ই কস্ট করে জিততে হয়। সিরিজ জেতার লক্ষ্য। তবে কষ্ট করে জিততে হবে আমাদেরকে।’ নতুন অধিনায়ক ভালো করবেন মন্তব্য করে তিনি বলেন, ‘আশা করি সোহান ভাল করবে। ঘরোয়া লিগে সব সময় ভাল করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন।’
বাংলাদেশের পেস ডিপার্টম্যান্ট সবচেয়ে ভালো অবস্থানে আছে জানিয়ে তাসকিন বলেন, ‘আমরা স্বপ্নের জায়গায় নয়। তবে ভালো অবস্থানে আছি। সবাই দোয়া করবেন আ আমেদর সবাই যাতে সুস্থ থাকে। টি-২০তে আমরা আপটুদা মার্ক পারফর্ম করি না। তবে সবাই চেষ্টা করবে।’
দলের নব্বই ভাগ ক্রিকেটার তরুণ, এক সময় তাদেরকেও সরে যেতে হবে জানিয়ে এই পেসার বলেন, ‘সিনিয়ররা বাংলাদেশের জন্য সব সময় করেন। একটা সময় সাবারই যেতে হবে। এক সময় আরাও যাব। আমরা সবাই আছি, চেষ্টা করবো ভালো কিছু করার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০