নিজস্ব প্রতিবেদকঃ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ছিল রানে ভরপুর। এমন রান প্রসবা উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করে ৩০৬ রান। ওই পুঁজি ৩২ বল আগে পেরিয়ে যেতে কোনো সমস্যা হয়নি অজিদের।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশো রান করল বাংলাদেশ। দলের প্রতিনিয়ত তিনশো করার অভ্যাস গড়ে তোলা উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়া ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘দেখেন এরকম বোলিংয়ের বিপক্ষে আমরা তিনশো রান করেছি। রানআউট গুলো যদি না হতো, মাঝে যদি বড় জুট যদি হতো তাহলে হয়তো ওখান থেকে আমরা সাড়ে তিনশোই করতাম।’
শান্ত আরও বলেন, ‘আমরা যত খারাপ ব্যাট করেছি, অত খারাপ দল কিন্তু না। প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি। এটাই আশা করব, আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি হোক, প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়। সেক্ষেত্রে বোলাররাও বুঝতে পারবে যে ভালো উইকেটে কীভাবে আমি তিনশ রান ডিফেন্ড করতে পারব। আমি আশা করি, ক্রিকেট বোর্ড অবশ্যই এ নিয়ে চিন্তা করেছে। তেমন উইকেটই (সামনে) দেওয়া হবে আশা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post