নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শোচনীয় পরাজয় দেখেছে বাংলাদেশ দল। বৃষ্টি আইনে স্বাগতিকদের ১৭ রানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। ম্যাচ হারার জন্য বৃষ্টি একটি কারণ হলেও, ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটারদের বাজে পারফর্ম্যান্সও অন্যতম বড় কারণ ছিল।
বাংলাদেশ দলের ব্যাটাররা চরম ব্যর্থ হয়েছেন এই ম্যাচে। ব্যাটারদের বেশিরভাগই আলগা শট খেলে আউট হয়েছেন। আগে ব্যাট করে বৃষ্টিতে নেমে আসা ৪৩ ওভারের ম্যাচে ৯ উইকেটে হারিয়ে ১৬৯ রান তুলে বাংলাদেশ। এক তাওহীদ হৃদয় ছাড়া কেউ বড় রান করতে পারেননি। ৫১ রান আসে হৃদয়ের ব্যাট থেকে। বাকিরা ব্যর্থ হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনা চলছে ব্যাটারদের আউট হওয়ার ধরন দেখে।
ম্যাচ শেষে নিজেদের বাজে ব্যাটিংয়ের কথা স্বীকার করে নিয়েছে বাংলাদেশ দল। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসা হৃদয় জানিয়েছেন, উইকেট অতটাও কঠিন ছিল না। নিজেদের ব্যর্থতার কারণেই রান হয়নি বলছেন তিনি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াবে দল, মনে করেন এই তরুণ ক্রিকেটার।
হৃদয় বলেন, ‘উইকেট কঠিন ছিল না। কিন্তু, শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা হচ্ছিল। বাউন্স দুই রকম ছিল। আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। সব মিলিয়ে আমাদের ব্যাটিং ভালো হয়নি।’
এই ডানহাতি ক্রিকেটার ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, ‘এখানে সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সবাই অনেক অভিজ্ঞ। সবাই ব্যক্তিগতভাবে এখান থেকে বেরিয়ে আসবে। আমরা ড্রেসিংরুমে কথা বলি, সবাই সবাইকে সমর্থন দিই। আমাদের বিশ্বাস, এই জায়গা থেকে ফিরে আসব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post