স্পোর্টস ডেস্কঃ শুক্রবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে বড় জয় পেয়েছে অজিরা। রেকর্ডময় ম্যাচটি তারা জিতেছে ৬২ রানে। ব্যাঙ্গালোরে আগে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। রান তাড়ায় পাকিস্তান করতে পারে ৩০৫ রান।
আগে ব্যাট করে বিধ্বংসী ব্যাটিংয়ে ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। অবশ্য দুবার জীবন পাওয়া পেয়েছিলেন তিনি। ১২৪ বলে ৯ ছক্কা ও ১৪ চারে খেলেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি সেঞ্চুরি ওয়ার্নারের। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে এসেছে ম্যাচগুলো।
অথচ ইনিংসের পঞ্চম ওভারে আউট প্রায় হয়েই গিয়েছিলেন ওয়ার্নার। শাহিন আফ্রিদির শর্ট লেংথ বলে ক্যাচ তুলেছিলেন মিড অনে। তবে সহজতম সেই ক্যাচ ফেলে তাঁকে ‘জীবন’ দেন উসামা মির। শাদাব খানের বদলি হিসেবে এই স্পিন অলরাউন্ডারকে একাদশে নিয়েছিল পাকিস্তান। তবে ব্যাট-বল-ফিল্ডিং কোনো দিকেই অবদান রাখতে পারেন নি সেভাবে।
ওয়ার্নারের জীবন পাওয়া প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘আমাদের ম্যাচের শুরু ভালো হয়নি। বিশেষ করে প্রথম ৩৪ ওভার আমরা বোলিং এবং ফিল্ডিং ভালো করিনি। এটিই আমাদের পিছিয়ে দিয়েছে। আর আমরা ওয়ার্নারের ক্যাচ মিস করেছি। এ ধরনের ব্যাটসম্যানের ক্যাচ মিস হলে ম্যাচ থেকে ছিটকে যেতে হবে এবং তারা সুযোগ কাজে লাগাবে। সেটিই হয়েছে।’