স্পোর্টস ডেস্ক: মাত্রই কিছু দিন আগে জাতীয় দলে অভিষেক হয়েছে মোসাদ্দেক। অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন তিনি। এর ধারাবাহিকতা নিয়ে এলেন বিপিএলেও।
মোসাদ্দেকের বড় সংগ্রহের কারনেই বিপিএলে প্রথম হারের মুখ দেখলো রংপুর রাইডার্স। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে তারা হেরেছে ৭৮ রানের বড় ব্যবধানে।
রংপুরকে হারিয়ে দেওয়ার ম্যাচে ঢাকার মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের ২৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। তার এ ঝড়ো ইনিংসের কারণেই ১৭০ রানের বড় সংগ্রহ পায় ঢাকা। পরে ঢাকার স্পিনারদের দারুণ বোলিংয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় রংপুর।
দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল রাজশাহীর বিপক্ষেও তিনি খেলেছিলেন ৫৯ রানের অপরাজিত ইনিংস।
তার এ ধারবাহিকভাবে রান করার পেছনে কাজ করছে প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের ভালো করার আত্মবিশ্বাস।
ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন ‘টি-টোয়েন্টি ফরম্যাটে ওভাবে পরিকল্পনা করা কঠিন। চিন্তা করার আগেই খেলা শেষ হয়ে যায়। এখানে আমি ফিল করেছি নিজের ব্যাটিংটা করবো। আমি আমার ব্যাটিংটাই করেছি। যেভাবে বল আসছে সেভাবে ব্যাটিং করছিলাম। আমার শক্তির জায়গায় যখন বল পেয়েছি তখন হিট করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০