স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে মুশফিকের রান ছিল ৪৮, ৩৯, ৪, ৯। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হাসেনি মুশফিকের ব্যাট। এর ফলে,সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি উইকেটের পিছনেও ভালো সময় যায়নি তার। এমন অবস্থাতেও মুশফিকের পাশে ছিলেন তামিম ।
মুশফিকের খারাপ সময় প্রসঙ্গে তামিম বলেছেন, ‘একটা সময়ে আমরা সবাই ভুল করি। তাছাড়া ১৪ মাস পর আমরা টেস্ট খেলতে নেমেছিলাম। ব্যাটসম্যান হিসেবে আমারও কিছু ভুল আছে। ভুল হয়েছে মুশফিকেরও। এখনো আমি বিশ্বাস করি একজন যথার্থ নেতা হওয়ার যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে মুশফিকের মধ্যে।’
কিছুদিন আগে মুশফিকুর রহিমের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। যদিও নিজের সহজাত ব্যাটিং থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তারপরও দলের ওপেনার তামিম ইকবালের চোখে মুশফিকই সেরা। শুধু তাই নয়, তাকে অনুসরণ করার পরামর্শ অন্যদের।
তামিম বলেছেন, ‘আমার মতে মুশফিক ভালো নেতার সেরা উদাহরণ। সে দলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী যে কিনা ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করে। একজন অধিনায়কের তেমনই হওয়া উচিত যাকে সবাই অনুসরণ করবে। মুশফিকের মধ্যে সেই গুণ রয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০