স্পোর্টস ডেস্ক:: সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল।তবে দলের সঙ্গে আইরিশ বিমানে উঠতে পারেননি পেস তারকা মোহাম্মদ আমির। আয়ারল্যান্ড পাক পেসারের ভিসাই ইস্যু করেনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, যথা নিয়মে সব ক্রিকেটারের ভিসার জন্য আবেদন করা হয়। আয়ারল্যান্ড পাকিস্তান দলের অন্য সব ক্রিকেটার, কোচিং স্টাফদের ভিসা ইস্যু করলেও আমিরের ভিসা ইস্যু করেনি। কেন হয়নি সেটাও জানায়নি দেশটি।
পিসিবি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। ভিস্য জঠীলতা সমাধান চেয়েছে। তারা আশা করছে, আয়োজক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডই ভিসা ইস্যুর সমাধান করবে। সফরকারী দলের ভিসা সংক্রান্ত সব দায়িত্ব আয়োজক বোর্ডেরই দায়িত্ব।
পাকিস্তানের পাশাপাশি আমিরের রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। ভিসা ইস্যুতে এটাও কারণ হতে পারে পারে। তবে আয়ারল্যান্ড নির্দিষ্ট কোনে কারণ উল্লেখ করেনি ভিসা ইস্যু না করাতে। পিসিবি আশা করছে দ্রুতই এই তারকার ভিসা ইস্যু হবে। তিনি দলের সঙ্গে আয়ারল্যান্ডে যোগ দেবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post