স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড। রোববার কিউইরা স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৬ রান করে সফরকারীরা। জবাব দিতে নেমে ১৩৪ রানে থামে আমিরাতের ইনিংস। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার চাদ বাওস ও টিম সেইফার্ট শুরুটা ভালো করতে পারেন নি। দলীয় ৩২ রানে ফিরেন দুজন। এরপর দলের হাল ধরেন উইল ইয়াং। এই ব্যাড়ার ৪৬ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৫৬ রান। মার্ক চাপম্যান ৩২ বলে ৫ ছক্কা ও ২ চারে করেন ৫১ রান। শেষ দিকে মিচেল স্যান্টনার করেন ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান।
জবাব দিতে নেমে ৫৩ রানে ৫ উইকেট হারায় আমিরাত। এরপর বাসিল হামিদের সঙ্গে ৫৭ বলে ৬৮ রানের জুটি গড়েন আয়ান আফজাল খান। তার ৩৬ বলে ৪২ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারে মধ্যপ্রাচ্যের দেশটি। বাসিল ২৮ বলে ২৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন বেন লিস্টার। ১টি করে উইকেট নেন কাইল জেমিসন, অদিত্য অশোক ও মিচেল স্যান্টনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post