আমিরাতকে জয়ের কৃতিত্ব দিচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক

0
53

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার ৭ উইকেটে কিউইদের হারিয়ে ইতিহাস গড়ল এশিয়ার দলটি। সাদা বলের ক্রিকেটে তাসমান সাগরপাড়ের দেশটির বিপক্ষে তিন ম্যাচে আমিরাতের প্রথম জয় এটি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪২ রান সংগ্রহ করে। জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে ২৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় স্বাগতিকরা।

ম্যাচ হারের পর কিউই অধিনায়ক টিম সাউদি অকপটে জানান, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই দারুণ করেছে বলেই দল হিসেবে ম্যাচ জিতে নিয়েছেন আমিরাত। সাউদি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতকে জয়ের কৃতিত্ব দিতে হবে অনেকটুকুই। তিন বিভাগেই তারা স্রেফ আমাদেরকে উড়িয়ে দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটই এমন। দিনটি যদি নিজেদের না হয়, তাহলে যে কোনো কিছুই হতে পারে।’

এদিকে ম্যাচে ২৯ বলে ৫৫ রান করা মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে তিনি বলেন, ‘ওয়াসিম একজন কোয়ালিটি প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সে বেশ কয়েক বছর ধরেই এভাবে খেলছে। আমাদের তিন বিভাগেই আরও ভালো করতে হবে। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আমরা ভালো কিছু করতেই মাঠে নামব।’

সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে রোববারই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here