স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে চলছে আইএল টি-টোয়েন্টি লিগ। এর মাঝেই দুবাইয়ে মাসব্যাপী ডেজার্ট ভাইপার্স ইনডোর কাপ আয়োজন করা হচ্ছে। লক্ষ্য স্থানীয় খেলোয়াড়দের সম্পৃক্ততা বাড়ানো ও তাদের দক্ষতা দেখানো। আইসিসি একাডেমি ইনডোর ফ্যাসিলিটিতে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি চলবে ২৪টি কর্পোরেট দলের এই টুর্নামেন্ট।
আইএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়া ছয় দলের একটি ডেজার্ট ভাইপার্স। ফ্র্যাঞ্চাইজিটি এই টুর্নামেন্টের মূল আয়োজক। তাদের পক্ষ থেকে জানানো হয়েছ, এটি হতে যাচ্ছে বার্ষিক ইভেন্ট। আমিরাতের তারকা ক্রিকেটার রোহান মুস্তফা ও ডেজার্ট ভাইপার্সের বোলিং কোচ আজহার মাহমুদ টুর্নামেন্ট নিয়ে নিজেদের আশার কথা বলেছেন।
রোহান বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের অনেক স্থানীয় প্রতিভা আছে। কিন্তু তাদের দক্ষতা শীর্ষ পর্যায়ে ধরে রাখতে সবসময় আরও বেশি প্রতিযোগিতা দরকার হয়। ডেজার্ট ভাইপার্স ইনডোর কাপ সঠিক পথে আছে এবং আমার ভালোবাসার খেলার প্রচারণায় এটি বড় ধরনের সহায়তা করবে।’
বোলিং কোচ আজহার মাহমুদ বলেন, ‘আমি অনেকবার দুবাই ভ্রমণ করেছি এবং আমি এখানকার প্রতিভা নিয়ে অবগত। আমিরাতে ক্রিকেটের উন্নয়নে ডেজার্ট ভাইপার্স প্রতিশ্রুতবদ্ধ। তারা নতুন প্রতিভার বিকাশ করছে। একটি দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্রতি মৌসুমে চারজন আমিরাতি খেলোয়াড়কে বের করে আনতে দায়বদ্ধ। এই টুর্নামেন্ট ক্রিকেটীয় প্রতিভা বের করে আনতে সাহায্য করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post