স্পোর্টস ডেস্ক:: সংযুক্ত আরব-আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে অংশ নিচ্ছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, দিল্লী ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই তিন দল তাদের আইপিএল স্কোয়াডের ৪ জন করে ক্রিকেটারকে সরাসরি খেলাতে পারবে। দিল্লীর হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের তাই সুযোগ আছে আরব-আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার।
আইপিএলের তিন দল ছাড়াও ইউএই টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষ, আদানি গ্রুপ ও ক্যাপ্রি গ্লোবাল মালিক পক্ষের ফ্র্যাঞ্চাইজিগুলো। আয়োজকেরা আইপিএলের দলগুলোকে নিজেদের আইপিএল স্কোয়াডের চারজন করে ক্রিকেটার সরাসরি দলে নেওয়ার সুযোগ দিয়েছেন। বাকী দলগুলোও সরাসরি চারজন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে।
আগামি বছরের জানুয়ারিত আরব-আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াতে পারে। যা শেষ হবে ফেব্রুয়ারি মাঝামাঝিতে। যদিও এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, পাকিস্তান সুপার ও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের কথা। তবে আইপিএল স্কোয়াডের যারা নিজ নিজ দলের হয়ে সরাসরি খেলবেন, তাদের নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র থাকতে হবে।
বিপিএল, পিএসএল এবং প্রোটিয়া লিগ একই সময়ে আয়োজন হলে সংযুক্ত আরব-আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড় নিয়ে অবশ্য ‘জঠীলতা’ তৈরি হতে পারে। তবে আয়োজকেরা জানিয়েছেন, তারা কেবল আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচি না হয় সেটাই লক্ষ্য রাখবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০