নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকবহুল দুই দলের এই লড়াইয়ে টস হেরে ব্যাট করছে কুমিল্লা। তবে মিরপুরের হোম অব ক্রিকেটে বিপর্যয়ে পড়েছে দলটি। স্কোরবোর্ডে রান থাকলেও, পাওয়ার প্লে’তে হারিয়ে ফেলেছে ৩ গুরুত্বপূর্ণ উইকেট।
পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৭ রান। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন দাস, সৈকত আলি ও অধিনায়ক ইমরুল কায়েস। যথাক্রমে তাদের উইকেট শিকার করেছেন থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির।
ইনিংসের প্রথম ওভারে শুরুটা দারুণ করেন লিটন দাস। পেরেরার করা ওভারের প্রথম তিন বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর জানান দেন। কিন্তু অতি আক্রমণাত্বক হতে গিয়ে করে বসেন ভুল। চতুর্থ বলে ক্যাচ তুলে মোহাম্মদ হারিসের হাতে। প্রথম ম্যাচে ১০ রান করার পর এই ম্যাচে ৮ রান করেই প্যাভিলিয়ন ফেরেন দেশসেরা এই ব্যাটার।
লিটনের বিদায়ের পর উইকেটে এসে সৈকত আলিও ভালো কিছুর ইঙ্গিত দেন। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজার করা ইনিংসের চতুর্থ ওভারে পরপর তিন বাউন্ডারি হাঁকিয়ে কুমিল্লা শিবিরে স্বস্তি আনেন। এর আগে মোহাম্মদ আমিরকেও হাঁকান বাউন্ডারি। কিন্তু ইমাদ ওয়াসিমের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই, বোল্ড আউট হয়ে কুমিল্লার চাপ বাড়িয়ে দেন সৈকত। যথন ড্রেসিং রুমে ফিরছিলেন, তার নামের পাশে ১২ বলে ৪ বাউন্ডারিতে ২০ রান।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু তিনি সুবিধা করতে পারেননি। বাঁহাতি এই ব্যাটার পাওয়ার প্লে’র শেষ ওভারে আমিরের বলে এক ক্যাচ তুলে দেন। সহজ সেই ক্যাচ লুফে নিতে ভুল করেননি আকবর আলি। আমিরের শিকারে পরিণত হয়ে ২ বলে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই তারকা।
এখন ক্রিজে আছেন ওপেনার ডেভিড মালান ও দেশের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। মালান ১৬ ও জাকের ১ রান করে অপরাজিত আছেন। দুজনের জুটি এখন অন্যতম ভরসা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post