আমির-নাসিমসহ পাকিস্তানের এক ঝাঁক তারকা ছেড়ে গেছেন বিপিএল

0
66

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন শেষের পথে। শুরুতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বেশ শঙ্কা দেখা দেয়। তবে পাকিস্তান জাতীয় দলের সিরিজ বাতিল হওয়ায় এবং পিএসএল পিছিয়ে যাওয়ায়, অনেক তারকা ক্রিকেটার পাওয়া যায়।

পাকিস্তান জাতীয় দল ও এর আশেপাশের তারকারা এসে বিদেশি ক্রিকেটারের সেই শূন্যতা পূরণ করে দেন। তবে সেই পাকিস্তানি ক্রিকেটাররা এবার চলে যাচ্ছেন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে পিএসএলের প্রস্তুতির জন্য ছেড়ে দিতে হয়েছে তাদেরকে। পিসিবি নিজ দেশে ফিরে যেতে বলছে ক্রিকেটারদের।

যার ফলে এক ঝাঁক তারকা ক্রিকেটাররা ইতিমধ্যেই পাকিস্তানে চলে গেছেন। এদের মধ্যে অন্যতম সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, খুলনা টাইগার্সের আজম খান, আহমেদ বাট, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাসিম শাহ ইতিমধ্যেই চলে গেছেন। আগেই ব্যক্তিগত কারণে চলে গেছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ হারিস ও খুলনা টাইগার্সের ওয়াহাব রিয়াজ।

এদের বাইরে খুব শীঘ্রই চলে যাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলিরা। ফরচুন বরিশাল থেকে চলে যাবেন ইফতেখার আহমেদ, ওয়াসিম জুনিয়ররা। রংপুর রাইডার্সের শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ হারিস রউফের মতো তারকা বিদেশিরাও।

মূলত আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল, যার জন্যই দেশে ফিরে যাচ্ছেন তারা। তবে পাকিস্তানি ক্রিকেটারদের বিকল্প খুঁজার চেষ্টা চালাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টি-টোয়েন্টি শেষের পথে থাকায়, বেশ কিছু তারকা মুখকে দেখা যেতে পারে বিপিএলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here