স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের আগেই লিওনেল মেসি জানিয়েছেন, কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ জেতার পর আর্জেন্টাইন অধিনায়ক জানালেন, তিনি এখনি অবসর নিতে চান না। অনেক কষ্টের পর পাওয়া এই চ্যাম্পিয়ন জার্সিতে খেলতে চান আরো কিছু দিন।
মেসি ভবিষ্যতে বিশ্বকাপ না খেলার কথা বললেও আর্জেন্টিনার জার্সিকে তুলে রাখার কথা জানাননি। স্পষ্ট করে অবসরের কোনো ঘোষণা দেননি। আগামি ২০২৬ বিশ্বকাপ তার না খেলারই কথা। বয়স যে তখন চল্লিশ ছুঁই ছুঁই হবে।
বিশ্বকাপ হয়তো খেলবেন না, তবে কাতার বিশ্বকাপ জেতার পর জানালেন, চ্যাম্পিয়ন জার্সিতে আরো কিছু দিন খেলতে চান। ফুটবল বিশেষজ্ঞের ধারণা ছিলো, চ্যাম্পিয়ন ট্রফি হাতেই হয়তো তিনি অবসরের ঘোষণা দেবেন, জাতীয় দলের জার্সিকে তুলে রাখবেন।
তবে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্ব চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়ে আরো কিছু দিন খেলতে চান। মাতিয়ে রাখতে চান সর্মকদের। শেষ বিশ্বকাপ খেলে ফেললেও আকাশী নীল জার্সিতে আরো খেলার স্বপ্ন দেখেন তিনি। কাতার বিশ্বকাপ শেষে নিজের এমন ইচ্ছের কথা জানিয়েছেন মেসি।
লিওনেল মেসি বলেন, আমি আসলে এখনি অবসর নিচ্ছি না। আর্জেন্টিনার এই চ্যাম্পিয়ত জার্সিতে আরো খেলতে চাই।’ তার এমন ঘোষণায় ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই খুশি হবে। আকাশী নীল জার্সিতে ফুটবল জাদুকরকে দেখা যাবে আরো কিছু দিন।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের শিরোপাহীন থাকার আক্ষেপ ঘুঁচালো লিওনেল স্কালোনির দল।
রোববার ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে ফরাসিদের একটি শট রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে আলবিসেলেস্তেদের জয় ৪-২ গোলে।
লুসাইল স্টেডিয়ামে ফাইনালে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দুই মিনিটের মধ্যে জোড়া গোলে ২০১৮ রাশিয়া আসরের চ্যাম্পিয়নদের সমতা ফেরান কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে আবার লিওনেল স্কালোনির দলকে এগিয়ে দেন অধিনায়ক মেসি। তবে শেষদিকে আরেকটি পেনাল্টি পেয়ে সুযোগ কাজে লাগান এমবাপে। শেষ মুহূর্তে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের দুর্দান্ত সেভে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০