আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিঃ তামিম

0
72

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার।

অবসরের ঘোষণা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই কান্নাজড়িত কন্ঠে একটা কথা বলেন, যা কিনা আবেগপ্রবণ ছিল। দেশের ক্রিকেটের জন্য সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান তামিম।

এসময় তামিম বলেন, ‘আমি একটা বিষয় বলতে চাই, আমি চেষ্টা করেছি…আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। এর মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান।

তামিম ৭৮ টি টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন। ১২ মাসের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সেরে গেলেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here